ওয়েব ডেস্ক: মার্কিন ‌যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলা। ন্যাসভিলেতে রবিবারের প্রার্থনা শেষে গির্জায় হামলা চালাল এক আততায়ী। বাধার মুখে পড়ে নিজেকেও গুলি করে সে। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ন্যাসভিলের বার্নেট চ্যাপেল চার্চ অফ ক্রাইস্টে তখন প্রার্থনা শেষ হয়েছে। গির্জা থেকে বেরিয়ে পার্কিয়ের দিকে এগোচ্ছেন মানুষজন। তখনই মুখোশ পরা আততায়ী দু হাতে দুটি পিস্তল নিয়ে গুলি চালাতে শুরু করে। বাধা দেন এক নিরাপত্তারক্ষী। কিছুক্ষণের মধ্যেই কাবু করা হয় আততায়ীকে। গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন।আততায়ীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিস তাকে গ্রেফতার করেছে। 


গির্জার তরফে জানানো হয়েছে, কয়েক বছর আগে প‌র্যন্ত প্রার্থনায় অংশগ্রহণ করতেন আততায়ী। পুলিশ জানিয়েছে, আততায়ী ইমানুয়েল স্যামসন ১৯৯৬ সালে সুদান থেকে মার্কিন ‌যুক্তরাষ্ট্রে আসে। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক সে। গুলি চালানোর আগে ইমানুয়েল ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট করে বলে জানা গিয়েছে।


 


Nashville: A masked gunman opened fire at a Nashville church Sunday, walking silently down the aisle as he shot unsuspecting congregants. At least one person was killed and seven others wounded, authorities said.


 

 

An usher confronted the shooter, who apparently shot himself in the struggle before he was arrested, police said.


The FBI said Sunday night it has opened a civil rights investigation into the shooting at the Burnette Chapel Church of Christ.


No motive was immediately determined. Church members told investigators that the suspect had attended services a year or two ago, said Don Aaron, a spokesman for the Metro Nashville Police Department. Nashville police did not immediately comment on several bizarre posts on the suspect's Facebook page in the hours before the shooting.


The gunman pulled into the church's parking lot as services were ending. He fatally shot a woman who was walking to her vehicle, then entered the rear of the church with two pistols and kept firing, hitting six people, Aaron said.


Authorities identified the attacker as Emanuel Kidega Samson, 25, of Murfreesboro, who came to the United States from Sudan in 1996 and was a legal US resident.


It was unclear whether the self-inflicted wound to the chest was intentional, Aaron said.


The gunman was discharged hours later from Vanderbilt University Hospital but remained in police custody. Warrants charging him with murder and attempted murder were pending, Aaron said.


Witness Minerva Rosa said the usher was "a hero". "He's amazing," said Rosa, a member of the church for eight years. "Without him, I think it could be worse."


The suspect said nothing as he fired. While the gunman made his way down the aisle, Rosa said, the pastor started shouting, "Run! Run! Gunshots!"