নিজস্ব প্রতিবেদন: জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের গৃহবন্দি দশার মেয়াদ ৩০ দিন বাড়াল লাহৌরের আদালত। তবে তার ৪ সহযোগীর বন্দিদশার মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে আদালত। ফলে ২৪ অক্টোবর মুক্তি পাবে তারা। এই নির্দেশের ফলে অন্তত ২৪ নভেম্বর পর্যন্ত গৃহবন্দি থাকতে হবে হাফিজ সইদকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বেজেল লেস স্ত্রিন, ডুয়াল ক্যামেরা, এটাই নাকি Redmi Note 5?


ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের চাপের মুখে গত ৩১ জানুয়ারি থেকে পঞ্জাব প্রদেশে গৃহবন্দি রয়েছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ-সহ ৫ জন। পাক আইন অনুসারে কাউকে বিনা বিচারে ৯০ দিন পর্যন্ত বন্দি রাখা যায়। সম্প্রতি সইদের হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানালেও তার পক্ষে কোনও প্রমাণ আদালতে পেশ করতে ব্যর্থ হয় পাক প্রশাসন। সেজন্য আদালতের ভর্তসনার মুখে পড়তে হয় পাক প্রসাসনকে। এর পর আদালত থেকে সেই আবেদন প্রত্যাহার করে নেয় তারা। নতুন করে ৯০ দিন হেফাজতের মেয়াদবৃদ্ধির আবেদন জানায় তারা।


বৃহস্পতিবার লাহৌর হাইকোর্টে হাজির করা হয় হাফিজ সইদ ও তার সাগরেদদের। সেখানে তার উদ্দেশে পুষ্পবৃষ্টি করে অনুগামীরা। প্রশাসন ৯০ দিনের জন্য হেফাতের মেয়াদবৃদ্ধির দাবি জানালেও ৩০ দিনের জন্য মেয়াদ বাড়ান বিশেষ আদালতের বিচারক।