ওয়েব ডেস্ক : বাপরে, এত লম্বা চুল! দোতলা থেকে একতলায় ঝুলছে চুল! মাপতে মাপতে বাড়ির লন পেরিয়ে দরজায় পৌঁছে যাচ্ছে চুল! দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়। এই চুলের টানেই কিনা ধরা দিলেন হেয়ারড্রেসার স্বামী!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নাম তাঁর আশা ম্যান্ডেলা। সবাই একডাকে তাঁকে চেনে রাস্তা রাপুনজেল নামে। সত্যিই তিনি বাস্তবের রাপুনজেল। বিনুনি বাঁধা ৫৫ ফিট লম্বা চুল! ওজনে ৩ টন! আর অনলাইনে মেয়ের এত চুল দেখেই কাত এম্যানুয়েল চেগ। পেশায় হেয়ারড্রেসার। চুলের টানে ধরা দিল মন।



নিজের হাতেই এম্যানুয়েল আশার চুলের পরিচর্যা করেন। কিন্তু, এত লম্বা চুলের পরিচর্যা কি আর যেমন তেমন করে করলে হয়? পাক্কা দু'দিন লাগে চুল ধুয়ে শুকোতে। ইতিমধ্যেই গিনেস বুকে নাম উঠেছে রাস্তা রাপুনজেলের। স্ত্রীর চুলের ‘গর্বে গর্বিত’ স্বামী এম্যানুয়েলও।