হাওয়াই দ্বীপে অগ্ন্যুত্পাত অব্যাহত, গিলে খাচ্ছে জনশূন্য জনপদ
২৬ বছর ধরে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে বসবাস করছেন ভ্যালেন্টাইন দম্পতি। কিন্তু রবিবার তাদের ঘর ছেড়ে চলে যেতে হল অন্যত্র
নিজস্ব প্রতিবেদন: সময় যত গড়াচ্ছে আরও ভয়ঙ্কর হচ্ছে হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপের যে পাঁচটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। বৃহস্পতিবার ঘুম ভাঙে কিলাউয়ার। তারপর থেকে একেরপর এক বিস্ফোরণে চাঞ্চল্য তৈরি হয় আশপাশের এলাকায়। শুক্রবার, এমনই বিস্ফোরণে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়। বিস্ফোরণের পাশাপাশি বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। উদ্ধারকার্যে নেমেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা দল।
আরও পড়ুন- প্যারিস হামলা নিয়ে ট্রাম্পের মন্তব্যের নিন্দায় সরব মিত্ররাষ্ট্র ফ্রান্স
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৭০০ জনকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, কিলাউয়া আগ্নেয়িগিরর বিভিন্ন শিরা বিস্ফোরিত হয়ে লাভা বেরিয়ে আসছে। লেইলানি এস্টেটে ওই আগ্নেয়গিরির ৮টি শিরা বিস্ফোরিত হয়। ১৯৭১ সালের পর এমনই ভয়াবহতার সাক্ষী থাকল স্থানীয়রা।
আরও পড়ুন- প্রকাশ্যে এল ব্রিটেনের খুদে রাজপুত্তুরের প্রথম ছবি
২৬ বছর ধরে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে বসবাস করছেন ভ্যালেন্টাইন দম্পতি। কিন্তু রবিবার তাদের ঘর ছেড়ে চলে যেতে হল অন্যত্র। শুধুই ভ্যালেন্টাইন দম্পতি নন, প্রায় দেড় হাজারের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। কিলাউয়া নামে ‘দৈত্যে’র গ্রাসে হারিয়ে গিয়েছে তাঁদের ঘরবাড়ি।
আরও পড়ুন- আফগানিস্থানে অপহৃত ৭ ভারতীয়