নিজস্ব প্রতিবেদন: জানলার গ্রিল থেকে ঝুলছে শিশু। গলা আটকে দুই শিকের ফাঁকে। চাঞ্চল্যকর এই ভিডিও প্রকাশ্যে এসেছে চিন থেকে। ইতিমধ্যে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিয়োতে দেখা যাচ্ছে জানলার গ্রিল থেকে ঝুলছে একটি শিশু। তার গলা আটকে রয়েছে গ্রিলের ফাঁকে। জানা গিয়েছে, একতলার ঘরে একাই ছিল শিশুটি। কোনওভাবে গ্রিলের ফাঁক দিয়ে গলে যায় তার শরীর। কিন্তু মাথাটি আটকে যায় গ্রিলের মধ্যে। সেভাবেই ঝুলতে ঝুলতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে শিশুটি। দেওয়ালে লাথি মারতেও দেখা যায় তাকে। 


 



থাইল্যান্ডের গুহায় মৃত্যু হল উদ্ধারকারীর


ওদিকে শিশুটিকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। ভিডিয়োতে জোরে দরজা ধাক্কানোর শব্দও শোনা গিয়েছে। যাতে স্পষ্ট, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শিশুটি কোনও ভাবে পড়ে গেলে তাকে লোফার জন্য নীচে হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়েন অনেকে। শেষ পর্যন্ত শিশুটিকে কীভাবে উদ্ধার করা হল তা অবশ্য জানা যায়নি।