ওয়েব ডেস্ক: বৃষ্টিতে ছাতা নয় এমন বৃষ্টিতে বাটি নিয়ে বেরোন। হ্যাঁ, যদি জল না হয়ে বৃষ্টিতে আকাশ থেকে ঝরে পড়ে হীরে! তাহলে?না, না পৃথিবীতে এমনটা হচ্ছে না। কিন্তু যদি কারও বাড়ি হয় শনি কিংবা বৃহস্পতি গ্রহে তাহলে এমনটা করলে লাভই হবে। কারণ সৌরজগতের দুই গ্রহ শনি আর বৃহস্পতির বুকে ঝরে পড়ে ডায়মন্ড বা হীরের বৃষ্টি। বৈজ্ঞানিকরা এমনটাই জানিয়েছেন। বৃষ্টিতে ঝরে পড়া সবচেয়ে বড় হীরের টুকরোটির ব্যাস হতে পারে এক সেন্টিমিটার পর্যন্ত।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দুই গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে পাওয়া তথ্য বলছে, সেখানে কার্বনের এই চকচকে কঠিন রূপ হীরে রয়েছে প্রচুর পরিমাণে। এ দুটি গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় যার ফলে সেখানে থাকা মিথেন গ্যাস কার্বনে রূপান্তরিত হয়। এরপর সেগুলো কার্বনেরই দুটি ভিন্ন রূপ-গ্রাফাইট ও ডায়মন্ড(হীরে) আকারে ঝরে পড়ে।


বিজ্ঞানীরা বলছেন, 'এই ব্যাসের একটি হীরা আঙটিতে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। তবে তার আগে হীরাগুলোকে কেটে নিতে হবে সুন্দরভাবে! আর প্রতি বছর প্রায় ১০০০ টন হীরে ঝরে পড়ে শনির বুকে।'