ওয়েব ডেস্ক : বডি পেইন্টিং এখন আর কোনও নতুন বিষয় নয়। চিত্রশিল্পের দুনিয়ায় উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে বডি পেইন্টিং। প্রতি বছর অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড বডি পেইন্টিং ফেস্টিভ্যাল'। নারী বা পুরুষের নগ্ন শরীরই সেখানে 'ক্যানভাস'। তুলির টানে সেই 'ক্যানভ্যাস'-এ ফুটে ওঠে সাবজেক্ট, মানে ছবির বিষয়বস্তু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার সেই বডি পেইন্টিং-এর মাধ্যমে সুইমওয়্যারের বিবর্তন। ১৯১৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত। সুইমওয়্যারের ১০০ বছরের ইতিহাস ফুটে উঠেছে নারীর শরীরে তুলির টানে।


১৯১৬- সেসময়কার সুইমওয়্যার শরীরের বেশিরভাগটাই ঢেকে রাখত।



১৯২৬- একটু খাটো হল সুইমওয়্যার।



১৯৩৬- 'টু পিস' সুইমওয়্যারের যুগ শুরু হল।



১৯৪৬- এবার আরও খাটো হওয়ার পালা 'টু পিস' সুইমওয়্যারের। শরীর উন্মুক্ত হওয়া শুরু হল।



১৯৫৬- বেশ জনপ্রিয় ছিল এই সুইমিং কস্টিউম।



১৯৬৬- 'টু পিস' পোলকা ডট বিকিনি সুইমওয়্যার এল।



১৯৭৬- আরও সেক্সি হল 'টু পিস' বিকিনি সুইমওয়্যার।



১৯৮৬- আরও 'হট' ও রঙিন হল। বদলে গেল ডিজাইনও।



১৯৯৬- জায়গা করে নিল সেক্সি ওয়ান-পিস সুইমওয়্যার।



২০০৬- সুইমওয়্যার হিসেবে জায়গা করে নিল স্ট্রিং বিকিনি।



২০১৬- ডিজাইনার ড্রেসের মত এবার সুইমওয়্যারও হল 'ডিজাইনার'। হট, সেক্সি ও স্টাইলিশ।