নিজস্ব প্রতিবেদন: ২০১৬ সালে আর্টিজান বেকারি জঙ্গি হামলায় ৮ অভিযুক্তের ৭ জনকে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। এই মামলায় বেকসুর খালাস পেলেন একজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার দু’বছর পর মামলা হয় আদালতে। সরকার পক্ষ থেকে ১১৩ জনকে সাক্ষী হিসাবে পেশ করা হয়। এ দিনের রায়ে ৭জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনানো হয়। এনারা হলেন রাকিবুল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মহম্মদ আসলম, শরিফুল ইসলাম, মামুনুর রশিদ রিপন, মহম্মদ হাদিসুর রহমান, আবদুস সবুর খান। অভিযুক্ত মিনাজুর রহমানকে মুক্তি দিয়েছে আদালত।



আরও পড়ুন- কংগ্রেসের সঙ্গে হাত মেলানোয় নৈতিকতার প্রশ্ন তুলে ইস্তফা উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতার


উল্লেখ্য, ২০১৬ সালে ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হানা হয়। ২০ জনকে হত্যা করা হয়। এরমধ্য অধিকাংশই ছিলেন বিদেশি। একজন ভারতীয় নিহত হন ওই জঙ্গি হামলায়। এ ঘটনার দায় স্বীকার করে নব্য জেএমবি। যারা নিজেদেরকে আইএস বলে পরিচয় দেয়। উল্লেখ্য, বাংলাদেশের পুলিস ও সেনার হামলায় মৃত্যু ৮ জঙ্গির। মৃত্যু হয় মূলচক্রী তামিম চৌধুরীরও।