ওয়েব ডেস্ক: খাওয়ার সঙ্গে দেদার মজা। খাওয়ার ফাঁকে একটু আদর। কাফেতে চুটিয়ে আড্ডার ফাঁকেই এই সব ছোট্ট ছোট্ট খরগোশের সঙ্গে সময় কাটানো। আজব এই খরগোশ ক্যাফের দেখা মিলবে হংকংয়ের জনবহুল কসওয়ে বায় জেলায়। রঙিন খাঁচায় বাচ্চাদের মন ভোলাতে হাজির আদুরে খরগোশের দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এছাড়া, সাম্বার তালে ঢেউ উঠছে শরীরে। দুলছে শহর। টোকিওর আসাকুসা শহরে এখন উত্‍সবের মেজাজ। হাজারেরও বেশি সাম্বা শিল্পী নাচে রঙীন শহরের রাস্তা।  এবারে পঁয়তিরিশে পা দিল টোকিওর এই সাম্বা উত্‍সব।


 


এছাড়াও, জিং জিং, আর লিয়াং লিয়াং। দুজনকে ঘিরেই এখন সরগরম মালয়েশিয়ার জাতীয় চিড়িয়াখানা। ধুমধাম করে হয়ে গেল দুই পান্ডার জন্মদিন। ছিল কেক, মোমবাতির আয়োজন। জন্মদিনের আনন্দে আহ্লাদে আটখানা দুই পান্ডা। গাছের ডালে চড়ে দুজনেই দেখাল নানা কেরামতি।