জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা এখনও আমাদের ছেড়ে যায়নি। এরই মধ্যে নানা রকম উৎপাতে নাজেহাল মানুষ।  আর এরই মধ্যে আবার পুরনো আতঙ্কের প্রত্যাবর্তন। জাপান জুড়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে প্রচুর মুরগি। পরিস্থিতি এতই জটিল যে, দেশটির অনেক জায়গায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলতে জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Pope Francis: ঈশ্বরের অপরূপ দান? জেনে নিন যৌনতা, স্বমেহন, পর্নোগ্রাফি নিয়ে কী বললেন মহামান্য পোপ...


জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাপানের ২৬টি প্রিফেকচার বা প্রদেশের সবকটিতেই গত কয়েক মাসে সাংঘাতিক ভাবে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ১৬টি প্রদেশেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলার জন্য যথেষ্ট জায়গা নেই!


ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাপানে মুরগির খাবারের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বার্ড ফ্লু। ফলে এর প্রভাব পড়ছে বাজারে। জাপানে এখন মুরগি ও ডি-- দুটিরই দাম বাড়তির দিকে।


আরও পড়ুন:  WHO Asks Beijing: এতদিনে জানা গেল করোনার আসল উৎস! কার দিকে আঙুল তুলল 'হু'? কে দায়ী?


বার্ড ফ্লুর ছড়িয়ে পড়া ঠেকাতে বরাবরের মতোই আক্রান্ত খামারগুলিকে আক্রান্ত মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে এর পরবর্তী পদক্ষেপ নিয়ে। মৃত মুরগি পুঁতে ফেলার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না!


এই মরসুমে জাপানের খামারগুলিতে বার্ড ফ্লুতে ১ কোটি ৭০ লাখের বেশি মুরগির প্রাণ গিয়েছে। জাপানের ইতিহাসে আগে কখনোই একসঙ্গে এত মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি। এর আগে ২০২০ সালে জাপানে ব্যাপকহারে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)