ওয়েব ডেস্ক: জীব সৃষ্টির ইতিহাস থেকে বর্তমান, প্রকৃতির 'ধাঁধাগুলো'র মধ্যে অন্যতম একটি হল ডানাহীন পাখি, এমন এক পাখি যার ডানা নেই! প্রায় ১৫০ বছর ধরে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর ধাঁধা উদ্ধার করেছেন গবেষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে আশ্চর্য এক তথ্য। ৬ কোটি বছর আগে এমন এক পাখি পৃথিবীতে ছিল, যারা উড়তে পারত, সেই পাখির জাত থেকেই জন্ম ডানাহীন পাখির। শুনলে অবাকই লাগে, আগে উড়তে পারত, অথচ এখন পারেনা। বিজ্ঞানীরা বলছেন, আগে উড়তে পারে এমন পাখির সমস্ত গুণাবলী এই পাখির মধ্যে থাকলেও বিবর্তিত হতে হতে এই জীব এখন স্তন্যপায়ী প্রাণীতে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞানীরা এও বলছেন, কিউই (নিউজিল্যাণ্ডের দুর্বল ডানাযুক্ত পাখি) এবং হাতি পাখি (ম্যাডাগ্যাস্কার বিলুপ্ত এক প্রজাতি) এই দুইয়ের এক সমন্বয়ই হল ডানাহীন পাখি।


১৯৯০ সালের এক গবেষণাতেও এই পাখিকে বলা হয়েছিল, এরা আসলে কিউই প্রজাতির 'আত্মীয়'।