ওয়েব ডেস্ক: আতঙ্কের রেশ কাটছে না। চোখ বুজলেই শিউরে উঠছেন গুলশনের বাসিন্দারা। শহরের অভিজাত, নিরুত্তাপ এই এলাকায় এ ধরণের জঙ্গিহানাকে এখনও বিশ্বাস করতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্সবের আনন্দও সন্ত্রাসের আতঙ্কে চাপা পড়েছে। দুদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকেই চলু হয়েছে মুষল ধারে বৃষ্টি। হোলে আর্টিসান বেকারির চারপাশ মুড়ে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তায়।



ঢাকা সহ বিভিন্ন শহরে  দফায় দফায় খানাতল্লাসি শুরু করেছে পুলিস। জারি রয়েছে সেনা টহল। স্বজনহারা পরিবারগুলো তার মধ্যেই খোঁজ চালাচ্ছে নিকট আত্মীয়দের। শুক্রবার রাতের হামলা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা বলেছেন, "এশার আজানের সময়ে নামাজ না পড়ে এরা মানুষ মারতে এসেছে। জানিনা এ কেমন মুসলমান!"


ঢাকায় হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশিত; তোলপাড় ফেসবুকে!