ওয়েব ডেস্ক: শিশুর সহজ পাঠের প্রথম অধ্যায় গুলো সারা বিশ্ব জুড়ে যেমন হয়, এ ফর অ্যাপেল (A FOR APPEAL), বি ফর বল(B FOR BALL)। কিন্তু পাকিস্তানে এমনটা হয় না। যেমনটা হয় ইসলামাবাদের স্কুল গুলিতে, A for AK47, B for Bullet। পাকিস্তানের স্কুলের সিলেবাসে যুক্ত হয়েছে বন্দুক চালানোর পাঠ। প্রথমে শিক্ষক, শিক্ষিকারা বন্দুক চালানোর ট্রেনিং নিচ্ছেন এরপর সেই বন্দুক চালানোর শিক্ষা দেওয়া হবে শিক্ষার্থীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কলমের বদলে বন্দুকের পাঠ?
পেশোয়ারের স্কুলে সন্ত্রাস হামলায় নিহত হয়েছিল ১৫০ পড়ুয়ার। আহত হয়েছিলেন আরও শতাধিক। এরপর থেকেই জীবন বাঁচাতে ক্লাসে বন্দুক নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে পাকিস্তান। পাকিস্তানের ৩৫ হাজার স্কুল প্রশাসনের কাছে আবেদন জানায়, স্কুলে বন্দুক নিয়ে যাওয়ার লাইসেন্স দেওয়া হোক। সম্মতি দেয় প্রশাসনও। সন্ত্রাসের সঙ্গে সন্ত্রাসের ভাষায় কথা বলতেই এই সিদ্ধান্ত পাকিস্তানের। সব স্কুলে এই বন্দুকের সিলেবাস না থাকলেও বেশ কিছু স্কুলে শুরু হয়েছে বন্দুক চালানোর সিলেবাস। শিক্ষিকারা এই সিলেবাসে সব থেকে বেশি আগ্রহী।



প্রশ্ন উঠছে, এইভাবে চোখের বদলে চোখ নিয়ে কি শান্তি ফেরানো সম্ভব? স্বরস্বতীর মন্দিরে স্তুতি পাঠের বদলে বোমার ঘণ্টাধ্বনি আর ক্লাসে ক্লাসে বারুদ গন্ধ কোন পথে নিয়ে যাবে পাকিস্তানকে?