ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের ওয়েলিংটন সৈকতে আটকে পড়েছে প্রায় ৪০০টি তিমি। খুব দ্রুতই মৃত্যু হচ্ছে তিমিগুলির। চেষ্টা করেও তাদের গভীর সমুদ্রে পাঠিয়ে দিতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। স্থানীয় সংরক্ষণ দফতরের আধিকারিক জানিয়েছেন, ৪১৬টি পাইলট হোয়েল সাঁতরে চলে আসে গোল্ডেন বিচে। প্রতিটির দৈর্ঘ্য ২০ ফুট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "মেয়েরাই ভবিষ্যত" বলে ট্রাম্পকে আক্রমণ হিলারির (দেখুন ভিডিও)


ওয়াইল্ড লাইফ অফিসারেরা এখবর পেয়ে ওই সৈকতে পৌছনোর আগেই কয়েকশো তিমির মৃত্যু হয়। এরপরেই বাকি তিমিদের রক্ষায় নামানো হয় ৫০০ স্বেচ্ছাসেবককে। তবে সৈকতজুড়ে তিমিদের দেহ ছড়ানো থাকায় এবং সৈকতের কাছা সমুদ্রে দেহগুলি ভাসতে থাকায় জীবন্ত তিমিদের গভীর জলে পাঠানো যাচ্ছে না।