নিজস্ব প্রতিবেদন: ভারতে তিতলির ভ্রুকূটি। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়েছে অন্ধ্রপ্রদেশের রেলস্টেশন। মোদী দেশে 'তিতলি' দাপাচ্ছে, আর তাঁর মার্কিন বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশেও দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় 'মাইকেল'। ফ্লোরিডায়  আড়াইশো কিলোমিটার বেগে আছড়ে পড়েছে সাইক্লোন। ঘূর্ণিঝড়ে তছনছ মেক্সিকো বিচ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩ মাস আগে ফ্লোরিডায় থাবা বসিয়েছিল হারিকেন ফ্লোরেন্স। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড় আমেরিকায়। পানামা সিটির দক্ষিণ পূর্বে, মেক্সিকো বিচে ঘণ্টায় আড়াইশো কিলোমিটার বেগে আছড়ে পড়ে চার নম্বর ক্যাটেগোরির সাইক্লোন মাইকেল। দুর্যোগে গ্যাডসডেন কাউন্টিতে মৃত্যুর খবর মিলেছে। গাছ উপড়ে, তার ছিঁড়ে ফ্লোরিডায় বিদ্যুত্হীন চার লক্ষ পরিবার। সংখ্যাটা  ষাট হাজার অ্যালাবামায়। স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে দক্ষিণ পশ্চিম জর্জিয়ার থাবা মাইকেলের। ঝড় বৃষ্টি বিপর্যস্ত একাধিক শহর।


১৯৭০ হারিকেন ক্যামিল্লের পর হারিকেন মাইকেলই হল এখনও পর্যন্ত মার্কিন মুলুকে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ত্রাণ এবং উদ্ধারকাজে নামে ন্যাশনাল গার্ডের সাড়ে তিন হাজার অফিসার। শতাব্দীর তৃতীয় শক্তিশালী ঝড়ে এলাকা ছাড়া চারলক্ষ মানুষ।


হোয়াইট হাইজ জানিয়েছে, ঝড়ের দাপট কিছুটা কমলেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


আরও পড়ুন- মহাকাশ স্টেশনের পথে মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল রকেট, বরাত জোরে প্রাণে বাঁচলেন মহাকাশচারীরা