ওয়েব ডেক্স : দিনের দিন ওজন বেড়েই যাচ্ছিল স্ত্রীর। নানা ভাবে চেষ্টা করছিলেন যাতে কিছুটা কমানো যায় তার থেকে। ডাক্তার, ওষুধ, জিম কত কিই না করেছেন। কিন্তু, জিরো ফিগারের বদলে নিট রেজাল্ট জিরো। ইতিউতি খুঁজে অবশেষে পান এক বিজ্ঞাপন। ওজন কমানোর জন্য দরকার ছোট্টো একটি অপারেশন। আর তাতেই নাকি বাজিমাত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজি তো মারলেন সেই সৌদি স্ত্রী। অপারেশন করিয়ে ফিরেও এলেন বাড়িতে। নিজের নতুন স্লিম লুক-এ স্বামীকে চমকে দিতে সোজা ঘরে হাজির হন তিনি। প্রথমটায় অবাকও হন স্বামী। কিন্তু তারপরই ঘটে যায় বিপত্তি।  


ওজন কমানোর অপারেশন করিয়ে পেশায় শিক্ষিকা ওই মহিলা খরচ করেছেন ২০ হাজার মার্কিন ডলার। এই কথা শোনার পরই বউয়ের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করতে সোজা আদালতে চলে যান স্বামী।


ওই মহিলার স্বামী জানিয়েছেন, "একটি বাড়ি কেনার কথা ছিল আমাদের। কিন্তু, সেই পরিস্থিতিতে এতটাকা খরচ করে অপারেশন করিয়ে ঠিক করেননি স্ত্রী। এই ঘটনায় হতাশ হয়েই তাঁকে ডিভোর্স দিয়েছি।"