জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত! কেন? আদালত চোখে রুশ প্রেসিডেন্ট যুদ্ধোপরাধী। শুধু তাই নয়, ইউক্রেন থেকে নাকি বেআইনিভাবে শিশুদের রাশিয়ার নির্বাসনে পাঠিয়েছেন তিনি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? ২০২২-র ফ্রেরুয়ারি আচমকাই ইউক্রেনে হামলা চালায়। আকাশপথে বিমান থেকে মুহুমু্হু গোলাবর্ষণ শুরু হয়। তখন মস্কোর বিরুদ্ধে যুদ্ধোপরাধের অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল রাশিয়া। বরং সম্প্রতি এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘একটা ভূরাজনৈতিক কর্মকাণ্ডের থেকে অনেক বেশি কিছু ইউক্রেনের যুদ্ধ। দেশ হিসেবে রাশিয়ার অস্তিত্বের প্রশ্ন। আমাদের দেশ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উন্নয়নের প্রশ্ন'।


আরও পড়ুন: Naval Exercises: আরব সাগরে মুখোমুখি রাশিয়া-চিন-ইরানের নৌসেনারা! সংকটের কালো মেঘ?


আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, ২০২২ সালে ২৪ ফ্রেরুয়ারি যখন ইউক্রেনে পুরোদস্তুর হামলা চালায় রাশিয়া, তখন যুদ্ধোপরাধের ঘটনাও ঘটেছিল। এটা বিশ্বাস করারও যথেষ্ট কারণ আছে যে, ইউক্রেনের ভূ-খণ্ড থেকে জোক করে শিশুদের রাশিয়ায় নির্বাসনে পাঠানোর দায়ও পুতিনেরই!


তাহলে কি এবার গ্রেফতারি? সেই সম্ভাবনা কার্যত নেই। কারণ, অভিযুক্তকে গ্রেফতার করার ক্ষমতা নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের। যেসব দেশ আদালত তৈরি চুক্তিতে স্বাক্ষর করেছে, এই আদালতের এক্তিয়ার সীমাবদ্ধ শুধু সেই দেশগুলিতে। সেই তালিকায় নেই রাশিয়া।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)