ওয়েব ডেস্ক: ফের আরও একবার প্রকৃতির রোষের মুখোমুখি হতে চলছে গোটা বিশ্ব। মানুষের হাতে গড়া বিশ্বায়নের প্রভাব আন্টার্টিকাতেও। পৃথিবীর উত্তর মেরুর বরফাবৃত চাদরে চিড়। বিজ্ঞানীদের আশঙ্কা এই ফাটলের কারণেই আন্টর্টিকা থেকে ভেঙে পড়তে পারে ৬০০ বর্গমাইল বরফের চাই। আর যার ফলে বাড়তে পারে সমুদ্রের জলের উচ্চতা।


২০১৩ সালেই এই ফাটল প্রথম ধরা পড়ে ল্যান্ডস্যাট ৮ স্যাটেলাইটে। ৩৫ কিলোমিটার এই লম্বা ফাটলের ছবি ধরা পড়তেই চিন্তায় বিজ্ঞানীরা। এই ফাটলের কারণ হিসেবে নাসা বিজ্ঞানীরা দায়ী করছেন মানুষকেই। তাঁদের মতে গোটা পৃথিবী জুড়ে বিশ্বায়নের প্রভাব এবং দূষনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে তাঁর জন্যই এই ফাটল এবং বরফের চাই ভেঙে পড়ার আশঙ্কা।