নিজস্ব প্রতিবেদন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান রবিবার গভীর রাতে জানিয়েছেন,  কোভিড -১৯ এ আক্রান্ত ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগের পরে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  তবে, নিশ্চিত করে জানিয়েছেন, তার কোনও লক্ষণ এখনও দেখা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস একটি টুইট বার্তায় বলেছেন, "আমি এমন একজন পরিচিত ব্যক্তির সংস্পর্শে এসেছি। যাঁর শরীরে করোনাভাইরাস রয়েছে। আমি ভাল আছি এবং উপসর্গ নেই, তবে WHO-এর গাইডলাইন মেনে ঘরে বসে কাজ করব এবং আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে রাখব।" বিশ্বমারী মোকাবিলার জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সর্বাগ্রে রয়েছেন টেড্রোস ।


 



কোভিড -১৯ গত বছরের শেষ দিকে চীনে উত্থানের পর থেকে বিশ্বজুড়ে প্রায় ১.২ মিলিয়ন লোকের প্রাণহানি হয়েছে এবং সম্প্রতি ১১ লক্ষ ৬৬ হাজার ২৪০ মানুষ আক্রান্ত হয়েছেন।



টেডারস টুইটারে জোর দিয়ে বলেছেন, "আমাদের সকলকেই স্বাস্থ্যের গাইডলাইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা COVID-19 সংক্রমণের শিকল ভেঙে ফেলব, ভাইরাসটি দমন করব এবং স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করব।"