খুব সাবধান, বিচের ধারে পড়ে থাকা জিনিসটা প্লাস্টিক নয়, ভয়ানক বিপজ্জনক অন্য কিছু
ছবিটা দেখলেন। কী মনে হচ্ছে? না, না প্লাস্টিক নয়। এটা হচ্ছে এমন একটা সামুদ্রিক প্রাণী যা মানুষ খুন করতে পারে। নাম `পর্তুগিজ ম্যান অফ ওয়ার`। ক মাস আগে ব্রাজিলের ওলিভেনকা সমুদ্র সৈকতে। `পর্তুগিজ ম্যান অফ ওয়ার`কিন্তু কোনও জেলিফিশ নয়, এরা হল siphonophores। যার অনেক ছোট ছোট সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি।
ওয়েব ডেস্ক: ছবিটা দেখলেন। কী মনে হচ্ছে? না, না প্লাস্টিক নয়। এটা হচ্ছে এমন একটা সামুদ্রিক প্রাণী যা মানুষ খুন করতে পারে। নাম 'পর্তুগিজ ম্যান অফ ওয়ার'। ক মাস আগে ব্রাজিলের ওলিভেনকা সমুদ্র সৈকতে। 'পর্তুগিজ ম্যান অফ ওয়ার'কিন্তু কোনও জেলিফিশ নয়, এরা হল siphonophores। যার অনেক ছোট ছোট সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি।
অনেকটা সামুদ্রিক প্রবালের মত। এদের এক কামড়ে মানুষের জীবন চলে যেতে পারে। এরা ১৬৫ ফুট পর্যন্ত বড় হতে পারে। মানে নীল তিমির থেকেও ওরা লম্বা হতে পারে।
Source: Strange Sea Creature on Brazilian Beach by stp42 on Rumble