Imran Khan Arrest: দুয়ারে পুলিস, ভিডিয়ো পোস্ট করে দেশবাসীর কাছে আবেগঘন আবেদন ইমরানের
Imran Khan Arrest: নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিয়োতে তিনি বলেছে, আমাকে ধরে জেলে ভরার জন্য পুলিস আমার বাড়ির বাইরে অপেক্ষা করছে। ওরা মনে করছে ইমরান খান জেলে গেলে মানুষ ঘুমিয়ে পড়বে। এই সরকারের সেই ধারনাকে আপনাদের ভুল প্রমাণ করতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইমরান খানকে গ্রেফতার করতে তার বাড়ি ঘিরে ফেলেছে পুলিস বাহিনী। গ্রেফতারি ঠেকাতে ইমরানের বাড়ির চারপাশে জডে়া হয়েছেন হাজার হাজার পিটিআই সমর্থক। তাদের সঙ্গে শুরু হয়েছে পুলিসের খণ্ডযুদ্ধ। চলছে পাথরবৃষ্টি। পুলিসও জলকামান, কাঁদানে গ্যাসের সেল নিয়ে তৈরি। এরকম এক পরিস্থিতিতে দেশবাসী ও পিটিআই সমর্থকদের উদ্দেশ্য লড়াই চালিয়ে যাওয়ার আবেদন করলেন ইমরান খান।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টেও ধাক্কা, ৩ মাসে হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরাতে নির্দেশ সর্বোচ্চ আদালতের
নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিয়োতে তিনি বলেছে, আমাকে ধরে জেলে ভরার জন্য পুলিস আমার বাড়ির বাইরে অপেক্ষা করছে। ওরা মনে করছে ইমরান খান জেলে গেলে মানুষ ঘুমিয়ে পড়বে। এই সরকারের সেই ধারনাকে আপনাদের ভুল প্রমাণ করতে হবে। আপনারা বুঝিয়ে দিন পাকিস্তানের আমজনতা এখনও বেঁচে রয়েছে। আপনাদের অধিকার, আপনাদের বাকস্বাধীনতার জন্য আপনাদের রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হবে। দেখুন, ইমরান খানকে আল্লাহ সবকিছু দিয়েছে। আপনাদের লড়াই আমি লড়ছি। আমাকে যদি জেলে যেতে হয়, মেরে ফেলা হয় তাহলে আপনাদের প্রমাণ করতে হবে ইমরান খান ছাড়াও এই দেশ চলবে। এই যে গোটা দেশের সব সিদ্ধান্ত একজন করছে তা কখনই মেনে নেবেন না। এই গুলামি থেকে বেরিয়ে আসুন। পাকিস্তান জিন্দাবাদ।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিয়োতে তিনি বলেছে, আমাকে ধরে জেলে ভরার জন্য পুলিস আমার বাড়ির বাইরে অপেক্ষা করছে। ওরা মনে করছে ইমরান খান জেলে গেলে মানুষ ঘুমিয়ে পড়বে। এই সরকারের সেই ধারনাকে আপনাদের ভুল প্রমাণ করতে হবে। আপনারা বুঝিয়ে দিন পাকিস্তানের আমজনতা এখনও বেঁচে রয়েছে। আপনাদের অধিকার, আপনাদের বাকস্বাধীনতার জন্য আপনাদের রাস্তায় বেরিয়ে আন্দোলন করতে হবে। দেখুন, ইমরান খানকে আল্লাহ সবকিছু দিয়েছে। আপনাদের লড়াই আমি লড়ছি। আমাকে যদি জেলে যেতে হয়, মেরে ফেলা হয় তাহলে আপনাদের প্রমাণ করতে হবে ইমরান খান ছাড়াও এই দেশ চলবে। এই যে গোটা দেশের সব সিদ্ধান্ত একজন করছে তা কখনই মেনে নেবেন না। এই গুলামি থেকে বেরিয়ে আসুন। পাকিস্তান জিন্দাবাদ।
পুলিসের দাবি, পিটিআই সমর্থকরা পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। বাধ্য হয়েই জামান পার্কে ইমরানের বাসভবনের চারদিকে বর্মধারী পুলিস মেতায়েন করা হয়েছে। পুলিসকে নেতৃত্ব দিচ্ছেন ইসলামাবাদের ডিআইজি সাহজাদ বুখারি। সংবাদমাধ্য়মে তিনি বলেন, আমাদের হাতে অ্য়ারেস্ট ওয়ারেন্ট রয়েছে। মামলার বিস্তারিত আমরা বলতে পারব না।
ইমরানের গ্রেফতারির উদ্যোগে পিটিআই ফারুখ হাবিব বলেন, এক মহিলা বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরানের গ্রেফতারির নির্দেশ বাতিল করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। এখন দেখা যাক নতুন কী ওয়ারেন্ট পুলিস হাজির করে।