Imran Khan: ইমরানের বাউন্সারে বিপর্যস্ত বিরোধীরা! তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ
ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলেন স্পিকার। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংবিধান বিরোধী, এই ব্যাখ্যা দিয়েই প্রস্তাব খারিজ করেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: বরাবরের প্রতিষ্ঠানবিরোধী, অথচ ভাগ্যের কী খেলা-- তিনি বরাবর প্রতিষ্ঠানেই স্থিত, তা সে ক্রিকেটেই হোক, কিংবা রাজনীতিতে।
রবিবার সকালে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই ১০০-রও বেশি সদস্য সেই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর গদি বাঁচাতে প্রয়োজন ১৭২টি ভোট।
আস্থা ভোটে অংশ নিতে সংসদে পৌঁছলেন শাসক ও বিরোধী নেতারা। জানা গিয়েছে, শাসক দলের তরফে এখনও অবধি মাত্র ২২ জন সদস্য হাজির হয়েছেন। অন্য দিকে, ১৭৬ জন বিরোধী নেতাও হাজির পাক জাতীয় সংসদে।
আস্থা ভোট শুরুর আগেই ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ইমরান খান। রুদ্ধদ্বারের পিছনে কী আলোচনা হয়েছে, তা অবশ্য এখনও জানা যায়নি।
আস্থাভোটের আগেই সংসদের বাইরে জমায়েত করেছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা। কিন্তু শহরজুড়ে ১৪৪ ধারা জারি থাকায় এবং সংসদের নিরাপত্তা রক্ষায় তাদের সরিয়ে দেয় পুলিস।
আরও পড়ুন: Imran Khan: 'সন্তানদের স্বার্থে রাস্তায় নামুন', আস্থা ভোটের আগে ডাক ইমরানের