নিজস্ব প্রতিবেদন: হোলিতে পাক হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে প্রবল বিপাকে ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে রঙের উত্সবে শুভকামনা জানালেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে বয়ে চলেছে নিন্দার ঝড়। দেশের ইসলামপন্থীরাও তেড়েফুঁড়ে লেগেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আজ হ্যায় হোলি... জ্যোতিরাদিত্যের বিজেপি যোগদান সময়ের অপেক্ষা, জেনে নিন ১০ পয়েন্ট


হোলি উপলক্ষ্যে ইমরান টুইট করেন, দেশের হিন্দু সম্প্রদায়কে হোলির শুভেচ্ছে। কামনা করি এই উত্সব তাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি তাদের নিরাপত্তাও সুনিশ্চিত করবে।



প্রধানমন্ত্রীর ওই টুইট হাতে পেয়েই ময়দানে নেমে পড়েছে নেটিজেনরা। নিন্দায় ইমরান খানকে ফালাফালা করে ফেলেছেন তাঁরা।


খুশি সাজিদ হুসেন নামে এ হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, লজ্জা নেই আপনার! এইসব অত্যাচারীদের আপনি হোলির শুভেচ্ছা জানাচ্ছেন! এরা আপনার ভালো চায় না। এদের খতম করো। সৌদির চামচে কোথাকার।



আরও পড়ুন-পার্কসার্কাসে চলন্ত ট্রেনের জানলা লক্ষ্য করে ছোড়া হল প্রস্রাব, ভয়াবহ অভিজ্ঞতা মহিলা সাংবাদিকের


তালহা নামে এক হ্যান্ডেল থেকে রীতিমতে গালাগালিও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।




আলমদার মুঘল পহেলওয়ান লিখেছে, ভারতে হিন্দুরা মুসলিমদের হিন্দুরা অত্যাচার করছে, তোমার লজ্জা পাওয়া উচিত। তুমি হোলির শুভেচ্ছা জানাচ্ছো। আই হেট ইউ ইমরান নিয়াজি।