ওয়েব ডেস্ক: তৃতীয়বার বিয়ে করলেন ইমরান খান। এই খবরে জল্পনা ছড়িয়েছে গোটা পাকিস্তানে। 'দ্য নিউজ' নামে পাক দৈনিকের দাবি, নতুন বছরের প্রথম দিনেই লাহোরে গোপনে নিকাহ সেরেছেন ৬৫ বছরের পাক ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, গোপনেই রেহমা খানকে বিয়ে করেছিলেন ইমরান।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই পাক দৈনিকের প্রতিবেদনের দাবি, ১ জানুয়ারি লাহোরে এক মহিলার সঙ্গে বিয়ে করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। পরেরদিন ইসলামাবাদে সন্ত্রাস দমন আদালতে হাজিরা দেন তিনি।


ইমরানের স্ত্রীর নাম জানা যায়নি। তবে লাহোরের গুলবার্গে থাকেন তিনি। কয়েকমাস আগেই সরকারি আধিকারিক স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। ধর্মীয় পাঠ নিতে গিয়ে ওই মহিলার সঙ্গে আলাপ ইমরানের। সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ইমরান খানের শাদি করিয়েছেন তাঁর দলেরই নেতা মুফতি সৈয়দ। এনিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।  উল্লেখ্য ২০১৫ সালে রেহাম খানের সঙ্গে ইমরানের নিকাহপাঠ করিয়েছিলেন এই মুফতিই।  


আরও পড়ুন- আদালত চত্বরেই সলমন খানকে হুমকি গ্যাংস্টারের


ইমরানের তৃতীয় বিয়ের খবর অস্বীকার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। ২০০৪ সালে ২২ জুন জেমিমা খানের সঙ্গে ইমরানের ৯ বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙে। ২০১৫-র ৮ জানুয়ারি রেহাম খানের সঙ্গে ইমরানের বিয়ের খবর প্রকাশ্যে আসে।