নিজস্ব প্রতিবেদন: মোদী সরকারের তিন বছর পর একই রাস্তায় হাঁটছে পাকিস্তান। দেশের মানুষকে তাদের সম্পত্তির হিসেব দিতে আবেদন করল পাক সরকার। সম্পত্তির হিসেব দিলে মিলবে বেশকিছু ছাড়। সেই প্রকল্পের সুযোগ নিতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ইমরান খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সন্ত্রাস দমনে শ্রীলঙ্কার পাশে থাকার আশ্বাস মোদীর


২০১৬ সালে কালোটাকার বিরুদ্ধে প্রায় জেহাদ ঘোষণা করেছিল মোদী সরকার। সেখানে দেশের মানুষকে তাদের সম্পত্তির হিসেবে দিতে বলা হয়। পাশাপাশি বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়।



সোমবার জাতির উদ্দেশ্য ভাষণ দেন ইমরান খান। কারণ ঋণের বোঝায় দেশটির অবস্থা এখন কোণঠাসা অবস্থা। বিভিন্ন ভাবে খরচ কমিয়েও দেশের কাহিল আর্থিক অবস্থা কোনওভাবে সামাল দেওয়া যাচ্ছে না। এরকম এক অবস্থায় দেশবাসীর কাছে নিয়মিত কর দেওয়ার আহ্বান জানালেন ইমারান।


আরও পড়ুন-কাঠুয়া ধর্ষণ মামলায় ৬ জনকে দোষী সাব্যস্ত করল পাঠানকোট আদালত


পাক প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, নিয়মিত কর দিন। নিজেদের সম্পত্তির হিসেব দিয়ে সরকার প্রকল্পের সুবিধা নিন। পাকিস্তান এমন একটি দেশ যেখানে যেখানে ধর্মের নামে বেশি টাকা দেওয়া হয়। মানুষ কর দেন কম। কর দেওয়া একটি পবিত্র কর্তব্য। এই দেশকে সমৃদ্ধ করতে গেল আমাদের নিজেদের বদল করতে হবে।


উল্লেখ্য, আগামিকাল প্রথম বাজেট পেশ করবে ইমরান খান সরকার। পাক সংবাদমাধ্যমের খবর, খরচ চালাতে সম্ভবত করের পরিমাণ অনেকটাই বাড়াতে পারে ইমরান খান সরকার। পাশাপাশি নেওয়া হবে করফাঁকির বিরুদ্ধ কড়া ব্যবস্থাও। এরকম এক অবস্থায় দেশের মানুষকে বেশি করে কর দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।