ওয়েব ডেস্ক : যে কোনও মুহূর্তে ভারতে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। সৌজন্যে বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ। শুধু ভারতই নয়, এই তালিকায় রয়েছে বিশ্বের আরও ১৭১টি দেশ। পড়ে হয়তো ভাবছেন কী সব গাঁজাখুরি কথা! তা ভাবতেই পারেন। কিন্তু, এই কথাগুলো আমরা বলছি না...বলছে সমীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি রাষ্ট্রসংঘ অনুমোদিত দুটি বিশ্ববিদ্যালয় সমীক্ষা চালায় বিশ্বের ছোটো-বড় প্রতিটি দেশে। সমীক্ষায় মূলত কয়েকটি বিষয় রাখা হয়-


১) সেই দেশে নগরায়ণ বৃদ্ধির সময় প্রতিটি নিমম মানা হয়ে কিনা?
২) নগরায়ণ বাড়ানোর জন্য গাছ কেটে ফেলায় মাটির বহন ক্ষমতা কতটা কমেছে?
৩) হাইরাইজ থেকে ব্রিজ-প্রতি ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়মাবলি মানা হয়েছে কিনা?



সমীক্ষার রিপোর্ট হাতে আসার পর অনেকেরই চক্ষু চড়কগাছ হয়ে যায়। বলা হয়ে ২০১৬ সালে যে সব দেশগুলিতে বিপর্যয়ের তালিকা রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের প্রতিবশী দেশ বাংলাদেশ। কিছুটা পিছিয়ে থাকলেও, খুব পিছিয়ে নেই ভারতও। ভারতের স্থান ৭৭ নম্বর। অন্যদিকে, পাকিস্তান রয়েছে সেই তালিকায় ৭২ নম্বরে। তবে, চমকে দেওয়ার মতো ঘটনা-তালিকায় বাংলাদেশের স্থান। ভয়ঙ্কর ধরনের ধ্বংসলিলার দিকে নাকি এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রথম ৫টি দেশের তালিকায় রয়েছে আমাদের এই প্রতিবশী দেশটি।