ওয়েব ডেস্ক : চিন নয়, বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র এখন ভারত। চিনা ডেমোগ্রাফারের এই তথ্যে এখন বিশ্বেজুড়ে দেখা দিয়েছে বিতর্ক। তাঁর তথ্যের সঙ্গে মিলছে না সরকারি তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, ই ফুক্সিয়ান নামে এক ডেমোগ্রাফার দাবি করেছেন চিনের জনসংখ্যা ১২৯ কোটি। তবে সরকারি তথ্য অনুসারে তা আরও ৯ কোটি বেশি। সেখানেই বেঁধেছে বিতর্ক। কারণ, বেশকিছু তথ্য দিয়ে উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র দাবি করেছেন তাঁর কথা নির্ভুল। যদিও, চিনা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।


আরও পড়ুন- নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন প্রচণ্ড


এদিকে, ২০১৬ সালে সরকারি ভাবে ভারতের জনসংখ্যা ১৩৩ কোটি ছুঁয়েছে। তাই ই ফুক্সিয়ানের তথ্য ধরতে গেলে এই মুহূর্তে ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।