এবার আমেরিকাকেও পিছনে ফেলে দিল ভারত!
ওয়েব ডেস্ক : এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। জানেন কোন বিষয়ে? ফেসবুকের অ্যাকটিফ ইউজার-এর দিক থেকে এবার আমেরিকাকে পিছনে ফেলে দিল ভারত বর্তমানে ভারতের অ্যাকটিভ ফেসবুক ইউজার বা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪কোটি ১০ লাখ। অন্যদিকে আমেরিকায় সেই সংখ্যা ২৪ কোটি।
বিশ্বজুড়ে ফেসবুকের অ্যাকটিভ ইউজার সংখ্যা ২ বিলিয়নেরেও বেশি। সম্প্রতি একটি পোর্টালের মাধ্যমে এই তথ্য দিয়েছে ফেসবুক। তথ্য অনুসারে দেখা যাচ্ছে, ভারতে ফেসবুকে নেটিজেনদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমেরিকার তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে বাড়ছে সেই সংখ্যা। গত ৬ মাসে ভারতে নেটিজেনদের সংখ্যা বেড়েছে ২৭ শতাংশ। অন্যদিকে, আমেরিকার সেই সংখ্যা মাত্র ১২ শতাংশ বেড়ছে।
তবে, এত কিছুর পরও একটি তথ্য যা রীতিমতো চমকে দেবে আপনাকে ভারতে জনসংখ্যার নিরিখে মাত্র ১৯ শতাংশ মানুষই ফেসবুক ব্যবহার করছেন।
আরও পড়ুন- ফরাসি ফার্স্ট লেডির শরীরের বাঁধুনির প্রশংসা ট্রাম্পের মুখে