ওয়েব ডেস্ক : বেশ কঠিন প্রতিযোগিতা ছিল! প্রতিযোগীর দলে ছিল চিন। কিন্তু শেষ হাসি হাসল ভারতই। চিনকে হঠিয়ে বংলাদেশের সঙ্গে বেশ বড় মাপের এক বিদ্যুত্চুক্তি সম্পন্ন করল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী সেই চুক্তি?


বাংলাদেশে ১০,৯৭১ কোটি ২০ লাখ টাকার তাপবিদ্যুত্কেন্দ্র স্থাপনের চুক্তি করল BHEL। বিদেশের মাটিতে এটাই সবচেয়ে বড় চুক্তি কোনও ভারতীয় বিদ্যুত সংস্থার। খুলনায় প্রস্তাবিত এই তাপবিদ্যুত্কেন্দ্রের ক্ষমতা হবে ১,৩২০ মেগাওয়াট।


নিঃসন্দেহে এ ঘটনা চিনের কাছে বেশ বড় ধাক্কা। কারণ ইতিমধ্যেই চিন, শ্রীলঙ্কায় বেশ কিছু প্রোজেক্টে হাত দিয়েছে। “মুক্তোর মালা”-য় পাকিস্তান, শ্রীলঙ্কার পর চিনের পরবর্তী ঘুঁটি ছিল বাংলাদেশ।