নিজস্ব প্রতিবেদন: তিন দিনের ভারত সফরে এসে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ট্রান দাই কোয়াং। এ দিন বাণিজ্য, কৃষি এবং পরমাণু শক্তির উপর দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা এবং উন্নয়নের উপর জোর দেন দুই দেশের রাষ্ট্রনেতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- খোঁজ মিলল বিশ্বের সবচেয়ে পুরনো উল্কির


নরেন্দ্র মোদী জানিয়েছেন, আন্তার্জাতিক আইনকে সম্মান জানানো এবং সার্বভৌমত্ব রক্ষায় দুই দেশকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রসঙ্গত কোয়াং তিন দিনের ভারত সফরে এসেছেন। আজ তার দ্বিতীয় দিন। এ দিন কোয়াংয়ের সঙ্গে বৈঠক সেরে যৌথ বক্তৃতা দেন তাঁরা। মোদী বলেন, "ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং দক্ষিণ এশিয় দেশগুলির সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভিয়েতনাম ভারতের কাছে গুরুত্বপূর্ণ দেশ।"


আরও পড়ুন- দুই ভারতীয় ব্যবসায়ীর কোটি টাকার রত্ন ছিনতাই প্যারিস মেট্রোর সামনে


ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করেন কোয়াং। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে কোয়াং-কে সম্বর্ধনা জানানো হয়।


আরও পড়ুন- সিরিয়ায় রাসায়নিক অস্ত্র সরবরাহের অভিযোগ উড়িয়ে দিল কিমের দেশ