Mt Annapurna: পৃথিবীর অন্যতম বিপদসংকুল পার্বত্যপথ থেকে নামতে গিয়ে নিখোঁজ যুবক...
Mt Annapurna: পৃথিবীর দশম শৃঙ্গ। অন্যতম কঠিন ও বিপদসংকুল পার্বত্যপথ বলে স্বীকৃত। কদিন আগেই এই শৃঙ্গে পর্বতারোহণ করে ইতিহাস তৈরি করেছেন এক বাঙালিকন্যা। কিন্তু সেই আনন্দ নিমেষেই ম্লান হয়ে গেল অন্নপূর্ণা শৃঙ্গের ক্যাম্প-৩ থেকে নামার সময়ে রাজস্থানের এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর দশম শৃঙ্গ। অন্যতম কঠিন ও বিপদসংকুল পর্বতারোহণ। এহেন অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে বেরিয়ে নিখোঁজ হলেন এক ভারতীয় পর্বতারোহী। সম্প্রতি অন্নপূর্ণা শৃঙ্গকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার অবকাশ তৈরি হল। কেননা, একদিকে যেমন অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন এক বাঙালিকন্যা, তেমনই এই শৃঙ্গ জয় করতে গিয়েই নিখোঁজ হলেন এক রাজস্থানী যুবক। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গটি (৮০৯১ মিটার) জয় করেন পিয়ালি বসাক। অন্য় দিকে, অন্নপূর্ণা শৃঙ্গ জয়ে বেরিয়ে নিখোঁজ হন রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা ৩৪ বছর বয়সী অনুরাগ মালু। জানা গিয়েছে, অন্নপূর্ণা শৃঙ্গের ক্যাম্প ৩ থেকে নামার পথে নিখোঁজ হন তিনি।
আরও পড়ুন: Alaska: উজ্জ্বল সর্পিল উদ্ভট! রাতের আকাশে রহস্যময় ওই বস্তুটি কী, কোথা থেকে এল?
সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপা জানিয়েছেন-- সোমবার সকালে অন্নপূর্ণা ক্যাম্প-৩ থেকে নামার সময় নিখোঁজ হন অনুরাগ মালু। মালু নিখোঁজ হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই তাঁরা মালুর খোঁজ শুরু করেন। তবে সন্ধে পর্যন্ত তাঁরা তাঁকে খুঁজে বের করতে পারেননি। মঙ্গলবারও মালুর খোঁজ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, মালুকে রেক্স করমবীর চক্রে ভূষিত করা হয়েছিল।
মিংমা শেরপা আরও জানিয়েছেন, ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪ টি চূড়া আরোহণ ও সেভেন সামিট জয়ের জন্য রওনা দিয়েছিলেন মালু। রাষ্ট্রসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে সচেতনতা প্রচারের জন্যই এই শৃঙ্গজয়ের পরিকল্পনা তাঁর। শৃঙ্গ জয় করে আসলে পরিবেশ সচেতনতার বার্তাই দিতে চেয়েছিলেন তিনি।