ভয়ঙ্কর সুনামিতে বছর শেষেই ধ্বংস হবে পাকিস্তান!
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর ৩১ ডিসেম্বর ভারত মহাসাগরে এক ভয়ঙ্কর ভূমিকম্প হতে চলেছে। তার জেরে এক ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়বে সংলগ্ন এলাকাগুলিতে। তাতে ধূলিসাত্ হতে পারে চিন-পাকিস্তান! এক ভারতীয় এই ভবিষ্যদ্বাণীই নাড়িয়ে দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও আর্থকোয়েক রিহ্যাবিলিটেশন ও রিকনস্ট্রাকশন অথরিটি।
বিষয়টি ঠিক কী হয়েছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর এক ব্যক্তি মোদীকে একটি চিঠি লেখেন। চিঠিতে ওই ব্যক্তিকে নিজেকে বাবু কালাইল নামে পরিচয় দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তাঁর সিক্সথ সেন্স বলছে, ভয়ঙ্কর সুনামিতে ক্ষতিগ্রস্ত হবে ভারত, পাকিস্তান, চিন-সহ এশিয়ার ১১ টি দেশ।
ওই ব্যক্তির চিঠিকে খুব বেশি গুরুত্ব দেয়নি ভারত সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পাকিস্তান। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছে। সমস্ত আধিকারিকদের তৈরি থাকতে বলা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে আইএসআই-এর ডিজির তরফেও।
প্রসঙ্গত এখনও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনও প্রযুক্তি আবিষ্কার হয়নি। সেক্ষেত্রে একটি চিঠিই কাঁপিয়ে দিল পাকিস্তানকে।