ওয়েব ডেস্ক : নির্দিষ্ট নথি ও তথ্য না থাকার অভিযোগে এক ভারতীয়কে ইসলামাবাদে গ্রেফতার করা হল। শেখ নবি নামে মুম্বইয়ের বাসিন্দাকে ইসলামাবাদের F-8 এলাকা থেকে গ্রেফতার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থান বদলাতে বাধ্য করব আমরা"


ফরিনার্স অ্যাক্ট-১৯৪৬-এর ধারা অনুসারে তাঁকে গ্রেফতার করা হয়। ইসলামাবাদ পুলিস তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে নিয়েছে। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাসে কোনও তথ্য দেওয়া হয়নি পাক সরকারের পক্ষ থেকে।   


কূটনৈতিক মহলের ধারণা, পাক জেলে বন্দি ভারতীয় বায়ুসেনা কর্মী কূলভূষণ যাদবের ফাঁসির নির্দেশের ওপর ICJ-র স্থগিতাদেশের বদলা নিতেই এই কাজ করেছে তারা।