জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংযুক্ত আরব আমিরশাহি উপকুলে ভেঙে পড়ল একটি চ্যাটার্ড বিমান। নিহত এক ভারতীয় চিকিত্সক-সহ ২ জন। দ্বিতীয়জন হলেন বিমানের মহিলা পাইলট। তিনি  পাকিস্তানের নাগরিক। রবিবার ওই দুর্ঘটনা ঘটে সংযুক্ত আরব আমিরশাহির রাস আল খাইমার উপকুলে। ওই দিনই দক্ষিণ কোরিয়ায় এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ১৭৯ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আমন্ত্রণ পেয়েও 'বাদ' লগ্নজিতা! 'মুখ্যমন্ত্রীকে জঘন্য ভাষায় আক্রমণ করেছেন', সরব কুণাল...


নিহত ওই চিকিত্সকের নাম সুলেমান আল মজিদ(২৬)। বাবা-মা আদতে বেঙ্গালুরুর মানুষ হলেও সুলেমানেপ জন্ম আরব আমিরশাহিতে। বর্তমানে তিনি ব্রিটেনের বাসিন্দা। স্থানীয় এক দৈনিতে খবর অনুযায়ী দুর্ঘটনার দিন ওই চাটার্ড বিমানটি ভাড়া করেন সুলেমান। রাস আল খাইমার উপকুল ঘুরে দেখার জন্যই তিনি ওই বিমান ভাড়া করেন।


সুলেমানের বাবা মজিদ মুকার্রম ঘটনাস্থলেই উপস্থিতি ছিলেন। তিনি বলেন, বিমানটি রেডারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। তার পরেই সেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। দ্রুত উদ্ধার কাজ শুরু করা হলেও বিমানের মহিলা পাইলট ফিরানজা পারভিন ও সুলেমানকে বাঁচানো যায়নি।


ঠিক কী কারণে ওই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে এনিয়ে তদন্ত শুরু করেছে সংযুক্ত আরব আমিরশাহির বিমান পরিচালনা মন্ত্রক।  



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)