জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত।  ডোনাল্ড ট্রাম্প কাশ প্যাটেল নামে প্রাক্তন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কাশ প্য়াটেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আবাসের 'টাকা' ফেরত চাওয়ায় বেধড়ক মারে মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতা...


প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এফবিআই প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করে ট্রাম্প বলেন, কাশ একজন নামী আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’র যোদ্ধা, যিনি তার ক্যারিয়ার জুড়ে দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার কাজ করেছেন।


কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন। কাশের বাবা-মা গুজরাটি ভারতীয়। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন। তার বাবা একটি বিমান সংস্থায় একজন আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। কাশ প্যাটেল নিউ ইয়র্কে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইন বিভাগ থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন। তিনি হাউস ইন্টেলিজেন্স কমিটির স্টাফ সদস্য হিসেবে কাজ করার সময় ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প এবং তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ গুলোতে নিয়োগ দিতে শুরু করবেন।


ট্রাম্প আরও বলেন, কাশ আমার প্রথম মেয়াদে দুর্দান্ত কাজ করেছেন, যেখানে তিনি ডিফেন্স ডিপার্টমেন্টে চিফ অব স্টাফ, ন্যাশনাল ইনটেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাউন্টারটেররিজমের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)