ওয়েব ডেস্ক: জানেন কি ভারতীয়  মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার পার্থক্য কতটা? এটা অনেক সময়েই দরকারে লাগে। তাই জেনে রাখুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ১ কুয়েতি দিনার মানে - ২২৩ টাকা।


২) ১ বাহরিনের দিনার মানে - ১৭৮ টাকা।


৩) ১ ওমানের রিয়াল মানে - ১৭৪ টাকা।


৪) ১ লাটভিয়ান লাট মানে - ১০৬ টাকা।


৫) ১ ব্রিটিশ পাউন্ড মানে - ৯৪ টাকা।


৬) ১ ইউরো মানে - ৭৪ টাকা।


৭) ১ সুইস ফ্রাঁ মানে - ৬৮ টাকা।


৮) ১ আমেরিকান ডলার মানে - ৬৭ টাকা।


৯) ১ কানাডার এবং ১ অস্ট্রেলিয়ার ডলার মানে - ৫০ টাকা।


১০) ১ সিঙ্গাপুর ডলার মানে - ৪৮ টাকা।