জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিনে মুলুকে ফের ভারতীয় পড়ুয়ার মৃত্যু। জানা গিয়েছে, ২৩ বছরের আরিয়ান রেড্ডি নিজের জন্মদিন উদযাপনে ব্যস্ত ছিলেন। সেইদিনই তিনি তাঁর শিকারের বন্দুক ভুলবশত চালিয়ে ফেলেন। তারপর তাঁর ভয়ংকর পরিণতি হয়। ঘটনাটি ঘটে, ১৩ নভেম্বর।  জর্জিয়ার শহর আটলান্টায় তিনি থাকতেন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বার্থ ডে সেলিব্রেশনের সময় আরিয়ান তাঁর নতুন কেনা শিকারের বন্দুকটি বের করেছিলেন পরিষ্কার করার জন্য। কিন্তু ঘটনাক্রমে আচমকাই গুলি চলে যায়। সেই গুলি আরিয়ানের বুকে এসে লাগে। গুলির শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। পাশের ঘরেই বসেছিল আরিয়ানের বন্ধুরা। তারা শব্দ শুনে ছুটে আসে। ঘরে এসে আরিয়ানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁর বন্ধুরা তাঁকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়।


আরিয়ান টলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিজ্ঞানে স্নাকত্তোর করছিলেন। তিনি তেলেঙ্গানার ভুবনগিরি জেলার পেদাদারাও পল্লী গ্রামের বাসিন্দা। কিন্তু বর্তমানে তাঁর পরিবার উৎপল জেলায় বসবাস করছে।


আরও পড়ুন:Bangladesh: চাইলেই আর যাওয়া যাবে না সেন্টমার্টিন দ্বীপে! বদলের বাংলাদেশে চালু ট্রাভেল পাস নীতি...


উল্লেখ্য, চলতি বছরে আমেরিকার জঙ্গলে উদ্ধার হয় ভারতীয় পড়ুয়ার দেহ। ২০ বছর বয়সী এই পড়ুয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, তাঁর দেহ আমেরিকার ঘন জঙ্গলে একটি গাড়ির মধ্যে পাওয়া গিয়েছে। মৃত ছাত্রের নাম অভিজিৎ। অভিজিৎ বস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। পুলিস সূত্রের খবর, হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। অভিজিতের মৃতদেহ ক্যাম্পাসের মধ্যে ঘন জঙ্গলে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, পুলিসের প্রাথমিক অনুমান করে যে হামলাকারীরা টাকা ও ল্যাপটপের জন্য অভিজিতকে খুন করা হয়েছে।


পরিবারিক সূত্রে জানা গিয়েছে,  অভিজিৎ বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন অভিজিৎ। যদিও অভিজিতের মা প্রথমে তাঁর বিদেশে পড়াশোনা করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তবুও ছেলের ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)