ওয়েব ডেস্ক: নয়া অস্ট্রেলিয় ভিসা নীতির ধাক্কা। বিপাকে বিশেষ করে ভারতীয়রা। তুলে দেওয়া হল অস্ট্রেলিয়ায় চালু থাকা জনপ্রিয় 'ফোর ফিফটি সেভেন' ভিসা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির পথে হেঁটেই, তারাও এবার অস্ট্রেলিয়া ফার্স্ট মন্ত্রই প্রয়োগ করতে চলেছে।



প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নয়া সিদ্ধান্ত, 'ফোর ফিফটি সেভেন' ভিসা এখন থেকে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে অস্থায়ীভাবে বিদেশি কর্মী নিয়োগে দাঁড়ি টেনে দেওয়া হল। কাজ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার সবসময় অস্ট্রেলিয়দের। বার্তা প্রধানমন্ত্রীর। এমুহুর্তে অস্ট্রেলিয়ায় প্রায় পচানব্বই হাজার বিদেশী কর্মী এই ভিসা ব্যবহার করেন, যাঁদের সিংহভাগই ভারতীয়। 'ফোর ফিফটি সেভেন' ভিসা নীতির জেরে অস্ট্রেলিয়দের কর্মসংস্থানই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছিল বলে দাবি টার্নবুল সরকারের। এবার থেকে দক্ষ কর্মী নেওয়ার প্রশ্নে প্রায়োরিটি 'অস্ট্রেলিয়া ফার্স্ট'। নয়া ভিসা নীতিতে আসছে আরও কড়াকড়ি। নতুন নিয়মে, দুই অথবা চার বছরের জন্য ভিসা মিলবে। যা পেতে আবেদনকারীর অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে। এর বাইরে তাঁর ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, ইংরেজি বলায় কতটা দক্ষতা রয়েছে এই দিকগুলিও কড়া নজরে থাকবে। (আরও পড়ুন- বাতিল উপকূলরক্ষী বাহিনীর বৈঠক, কুলভুষণ ইস্যুতে ইসলামাবাদের উপর চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি)