নিজস্ব প্রতিবেদন: বিদেশমন্ত্রী হিসাবে প্রথম মঙ্গোলিয়া সফরের দ্বিতীয় দিনে, দু'দেশের যৌথ আধ্যাত্মিক ঐত্যিহ্যের কথা স্মরণ করালেন সুষমা স্বরাজ। ৪২ বছরে এই প্রথম কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পৌঁছলেন উলানবটরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নিজস্বীতে কপিরাইট নেই বানরের


বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাগিন বাতেলগা-র সঙ্গে সক্ষাত্ করেন সুষমা স্বরাজ। সেখানে তিনি বলেন, মঙ্গোলিয়ার সঙ্গে ভারতের সংস্কৃতি, ধর্ম এবং বিশ্বাসের যৌথ ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে হবে।           


আরও পড়ুন- তৃতীয় ব্যক্তিকে নিয়ে ইমরান-বুশরার জীবনে টানাপোড়েন


উল্লেখ্য, বুধবার বৌদ্ধ প্রধান দেশের প্রয়াত ১৯তম  কুশক বাকুলা রিনপোচে-র শততম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন সুষমা। সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বক্তৃতা রাখেন তিনি। সুষমা বলেন, ভারত-মঙ্গোলিয়ার মধ্যে সম্পর্ক মজবুত। দুই দেশের  বিশ্বাস, আধ্যাত্মিক ধ্যানধারণায় বৌদ্ধ ধর্মের প্রাধান্য রয়েছে। উল্লেখ্য, ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত কুশক বাকুলা ছিলেন মঙ্গোলিয়ায় ভারতের রাষ্ট্রদূত।  


আরও পড়ুন- প্রবল বিতর্কেও আয়ের মুখ দেখছে ফেসবুক


মঙ্গলবার চিন সফর সেরে চেঙ্গিস খাঁ-র দেশে রওনা হন ভারতের বিদেশমন্ত্রী। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন ফরেন মিনিস্টার্স বৈঠকে যোগ দিতে বেজিংয়ে যান সুষমা।