ওয়েব ডেস্ক: চিনকে পিছনে ফেলে বিশ্বে এক নম্বর হওয়া ভারতের জন্য এখন কেবল সমযের অপেক্ষা। আর মাত্র সাতটা বছর, তাহলেই জগত্সভায় প্রথম আসনে বসবে ভারত। হ্যাঁ, চিনকে হঠিয়ে জনসংখ্যার নিরিখে 2024 সালে ভারতই হবে নাম্বার ওয়ান, এমনটাই দাবি রাষ্ট্র সংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের রিপোর্টে। আগে মনে করা হয়েছিল, জনসংখ্যায় চিনকে পিছনে ফেলতে 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতকে। কিন্তু, সেই সময়ের দু'বছর আগেই প্রথম আসন দখল করে নেবে ভারত, এমনটাই দাবি। রাষ্ট্রপুঞ্জের সম্পূর্ণ রিপোর্টটি দেখুন নীচের লিঙ্কটিতে ক্লিক করে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

https://www.un.org/development/desa/en/news/population/world-population-prospects-2017.html


প্রসঙ্গত, আনুমানিক হিসাবে 2030 সাল নাগাদ ভারতের জনসংখ্যা হবে 1.5 বিলিয়ন। বর্তমানে চিন ও ভারত, বিশ্বের এই দুই সর্বাধিক জনবহুল দেশের সম্মিলিত জন সংখ্যা বিশ্ব জনসংখ্যার 37 শতাংশ। (আরও পড়ুন- উঃ কোরিয়ার উপর রাশ টানতে চেয়েও সফল হয়নি চিন : ট্রাম্প)