ওয়েব ডেস্ক: প্রায় এক দশক পর সুদের হার বাড়ল মার্কিন মুলুকে। হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে মার্কিন ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষজ্ঞদের মত, আর্থিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষণ এটি। নতুন করে ভরসা জাগাচ্ছে দেশের অর্থনীতির ছবি। দু হাজার সাত থেকে নয়ের ভয়াবহ মন্দায় অনেকটাই বেসামাল হয়ে পড়ে মার্কিন অর্থনীতি। এরপরের গ্রেট ডিপ্রেসনের সাক্ষী গোটা বিশ্ব। গত সাত বছরে কার্যত শূন্যেই দাঁড়িয়ে ছিল ফেডেরাল ফান্ডস রেট। অবশেষে বদলাল সেই অঙ্ক। ফেডেরাল ওপেন মার্কেট কমিটির সিদ্ধান্ত, আপাতত পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেট। বিশ্ববাজারে এর সদর্থক প্রভাব পড়বে বলেই আশা অর্থনৈতিক বিশেষজ্ঞদের।