নিজস্ব প্রতিবেদন: রেকর্ডস নথিপত্র ইত্যাদি সংরক্ষণের ক্ষেত্রে সচেতনতা প্রকাশের বা প্রচারের জন্য একটি দিন ধার্য হয়েছে, দিনটি হল ৯ জুন। সাধারণ মানুষের মধ্যেও অনেক ক্ষেত্রে ঐতিহাসিক সচেতনতা তত প্রবল থাকে না, ফলত সেই সংক্রান্ত সংরক্ষণের ক্ষেত্রে তাঁদের মধ্যে উদাসীনতা কাজ করে। যার জন্য অনেক দেশের অনেক জরুরি নথিপত্র হারিয়ে যায়। 'ইন্টারন্যাশনাল আর্কাইভ ডে'তে এই সংক্রান্ত সচেতনতা প্রচার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৭ সালে আইসিএ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস তাদের বার্ষিক বৈঠকে স্থির করে যে, ইউনেসকো'র সহযোগিতায় তারা ৯ জুন ইন্টারন্যাশন্যাল আর্কাইভস ডে পালন করবে।


আধুনিক মানুষ ইতিহাসকে ফিরে দেখতে ভালোবাসে। আধুনিক সমাজ তাই মিউজিয়ম ইত্যাদি বানিয়ে পুরনোকে দর্শনীয় ও উপভোগ্য করে পরিবেশন করে। এর একটা বিজ্ঞানও তৈরি হয়েছে। বহু মানুষ এখন কী ভাবে ইতিহাসকে সংরক্ষণ করতে হয় তা নিয়ে আগ্রহী, তা চর্চা করছেন।  


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: World Oceans Day: পৃথিবীর নীল ফুসফুসে কি বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি?