নিজস্ব প্রতিবেদন:  মাদক হল গণস্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় ভীতি। সামাজিক ক্ষেত্রে মাদকসেবনের কুপ্রভাব সুদূরপ্রসারী। মানবপাচার নিয়েও আতঙ্কিত সমাজ। প্রতি বছর এই দুটি বিষয়ের উপর সচেতনতামূলক প্রচার করা হয়। দিনটি এই ২৬ জুনই পালিত হয়। শরীর ও মনের উপর ড্রাগের প্রভাব এবং মানবপাচারের অন্ধকার দিক নিয়ে বহুদিন থেকেই ভাবিত সমাজ। তার প্রতিকার করারও আন্তরিক চেষ্টা করে আসছে সে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতি বছরই এই দিনটির একটি থিম থাকে। আ বছরও আছে। এ বছরের থিম-- মানবসঙ্কট ও স্বাস্থ্যক্ষেত্রে মাদকের প্রভাবকে চিহ্নিত করা।


১৯৮৭ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘ এই দিনটি নির্ধারণ করে। বিশ্বের প্রতিটি সমাজকে মাদকের করালছায়া থেকে মুক্ত করাই ছিল প্রাথমিক ভাবে এই দিনটির লক্ষ্য। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: PM Modi at G7: জি-৭'য়ে যোগ দিতে মিউনিখে নেমে শুভেচ্ছায় ভেসে গেলেন প্রধানমন্ত্রী