নিজস্ব প্রতিবেদন: লক হয়ে যাওয়া আইফোন স্বাভাবিক হতে সময় লাগবে ৪৭ বছর! অপেক্ষা করুন নচেত্ ফোনের সব ডেটা ফরম্যাট করে নতুন করে ব্যবহার করুন, আইফোন কাস্টোমার কেয়ারের সাহায্য চাইলে এমনই পরামর্শ পেলেন এক চিনা মহিলা। কিন্তু এমন অঘটন হল কীভাবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পৃথিবীর সবেচেয়ে প্রাচীনতম বার্তা এসে পৌঁছল অস্ট্রেলিয়ার পারথে


চিনা স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লু নামে এক মহিলা তাঁর দুই বছরের সন্তানের হাতে আইফোন দিয়ে অফিসে গিয়েছিলেন। খেলার ছলেই আইফোনের লক স্টিস্টেমে বার বার হাত পড়ে যায় শিশুটির। ফলে, ২ কোটি ৫০ লক্ষ মিনিট পর্যন্ত লক হয়ে যায় ফোনটি।


আরও পড়ুন- বাহ্ মুরগি! এমন ডিম পেড়ে তাক্ লাগিয়ে দিল বিশ্বকে


বাড়ি ফিরে লু এ অবস্থা দেখে মাথায় হাত। সঙ্গে সঙ্গে আইফোন কাস্টোমার কেয়ার ফোন করেন লু। তাঁকে জানানো হয়, নয় অত সময় অপেক্ষা করুন অথবা ফোনের পুরো ডেটা ফরম্যাট করতে হবে। জানা গিয়েছে, শেষে ফোনটি ফরম্যাট করেন লু।


আরও পড়ুন- চিলেকোঠায় ঝুলছে মৃত বাঘ, নীচে কৌতূহলী জনতা