জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি অন্যদিকে মোড় নিতে চলেছে ইজরায়েল-লেবানন যুদ্ধ! হেজবোল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার ইজরায়েল লোবানন যুদ্ধে জড়িয়ে পড়ল ইরান। মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৮১টি ব্যালেস্টিক মিসাইল  ছুড়ল ইরান। পরিস্থিতি সমাল দিতে ইরায়েলের অন্তত ১ কোটি মানুষকে বোম্ব সেল্টারে আশ্রয় নিতে হয়। ইরানের দাবি, তাদের ছোড়া অন্তত ৮০ শতাংশ মিসাইল ইজরায়েলে আঘাত করেছে। অন্যদিকে,  ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, বড় ভুল করে ফেলেছে ইরান। এর ফল তাদের ভোগ করতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বৃষ্টি উপেক্ষা করেই তর্পণ, আগামী কয়েক ঘণ্টায় ফের ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা


ইজরায়েলের দাবি, ইরানের অধিকাংশ মিসাইল ধ্বংস করে দিয়েছে তাদের আয়রন ডোম সিস্টেম। তবে সংবাদমাধ্য়মের খবর, বহু ইরানি মিসাইল ইজরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। ইরান জানিয়েছে হেজুবল্লা নেতা হাসান নাসরুল্লা ও হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যার পাল্টা হিসেবে ওই হামলা করা হয়েছে। অন্য়দিকে, ভারতে ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির জানিয়েছেন, আয়াতোল্লা খোমেইনি যদি কোনও যুদ্ধে জড়াতে চান তাহলে তা হবে ইরানের বিরাট ভুল। ইজরায়েল ঠিক সময়ে জবাব দেবে।


অন্যদিকে, ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহি সংবাদ মাধ্যমে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমালে ইরান ফের ইজরায়েলে হামলা চালাবে। এই সময়ের হিটলার নেতেনিয়াহু যদি হামলা বন্ধ না করেন তাহলে তাদের দেশকে ফল ভোগ করতে হবে।


এদিকে ইসরায়েলে সরাসরি হামলার জন্য ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।


ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।


মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তাঁর দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)