ওয়েব ডেস্ক: রমজানের মধ্যেই রক্তাক্ত ইরাক। বাগদাদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল ইসলামিক স্টেট। জনবহুল কারাদায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮৩ জনের, আহত কমপক্ষে ২০০। ২৪ ঘণ্টার মধ্যে ফের আঘাত হানল আইএস। রমজান মাসে আত্মঘাতী বিস্ফোরণে রক্ত ঝরল বাগদাদে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার তখন সবে ভোরের আলো ফোটার মুখে। রমজানের উপবাস শুরুর আগে শেহরিতে ব্যস্ত উত্তর বাগদাদের জনবহুল এলাকা কারাদার মানুষ। আল শবাব শপিং মলে কেনাকাটায় ব্যস্ত ছিলেন অনেকে। আচমকাই ঢুকে পড়ল বিস্ফোরক বোঝাই ট্রাক। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ। মুহুর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় বাজার করতে আসা অসংখ্য মানুষের দেহ। আগুন ধরে যায় আশেপাশের বাড়িতে।


বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে পৃষ্ঠপোষক সাইটে হামলার দায় স্বীকার করে নেয় আইএস। মসুল সহ ইরাকের উত্তর পশ্চিমের অধিকাংশ এলাকা এখন IS -এর দখলে। তবে, তাদের বিরুদ্ধে সেনা অভিযান জোরদার করেছে ইরাক সরকার। গত সপ্তাহেই আইএসের শক্ত ঘাঁটি ফালুজা দখল করে নেয় ইরাকি সেনা। তারপর থেকেই প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছিল আইএস। একের পর এক ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ হারানো আইএস বাগদাদে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানাতে দিল। এমনটাই মত কূটনৈতিক মহলের।