ইমরান খানের জন্যই কি পাক সেনাপ্রধান হতে পারলেন জেনারেল বাজওয়া?
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চোখে জেনারেল কমর জাভেদ বাজওয়ার `গণতন্ত্রের প্রতি আস্থাশীল` মনোভাবই তাঁকে পাকিস্তানের আগামী সেনা প্রধান হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কাজে দিয়েছে বলে মনে করছে পাক সংবাদ মাধ্যে দুনিয়া নিউজ।
ওয়েব ডেস্ক: পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চোখে জেনারেল কমর জাভেদ বাজওয়ার 'গণতন্ত্রের প্রতি আস্থাশীল' মনোভাবই তাঁকে পাকিস্তানের আগামী সেনা প্রধান হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে বিশেষ কাজে দিয়েছে বলে মনে করছে পাক সংবাদ মাধ্যে দুনিয়া নিউজ।
দুনিয়া নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে যখন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল ইসলামাবাদে 'সিট-ইন' কর্মসূচী গ্রহণ করেছিল তথন তত্কালীন '১০ কর্পসের' প্রধান জেনারেল বাজওয়ার ভূমিকা বিশেষ পছন্দ হয়েছিল নওয়াজের। কারণ, ওই কর্মসূচির ফলে উদ্ভুত পরিস্থিতিতে সেসময় সেনা হস্তক্ষেপের বিষয়ে খুব দৃঢ় বিরোধী ভূমিকা নিয়েছিলেন বাজওয়া।
আরও পড়ুন- কড়া ভাষায় মোদীকে হুমকি পাক সেনাপ্রধানের
কূটনীতিক মহল মনে করে, পাকিস্তানের মতো রাষ্ট্রে যেখানে সেনা প্রায়শই নির্বাচিত সরকারের কথা অনুযায়ী চলে না, সেখানে এমন একজন 'গণতন্ত্রের প্রতি আস্থাশীল' সেনা কর্তাকেই চাইছিলেন খোদ প্রধানমন্ত্রী।