Kabul Gurdwara Blasts: কাবুলের গুরুদ্বারে জঙ্গি হানা-বিস্ফোরণ! পরিস্থিতিতে নজর রাখছে বিদেশ মন্ত্রক
কাবুলে গুরুদ্বারে বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, গোটা ঘটনার উপর আমরা নিবিড় নজর রাখছি।
নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে আফগানিস্তানের কাবুলের গুরুদ্বার কার্তে পারওয়ানে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শিখ গুরুদ্বারে একদল জঙ্গি হামলা চালায়। গুরুদ্বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। তারপর পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটায়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কাবুলে গুরুদ্বারে বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, গোটা ঘটনার উপর আমরা নিবিড় নজর রাখছি। প্রতি মুহূর্তের পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। কাবুলের সময় সকাল ৭টা ১৫ মিনিটে (ভারতীয় সময় সকাল ৮.৩০) হামলা হয়। সূত্রের খবর, গুরুদ্বারের গার্ড গুলিবিদ্ধ এবং তিন তালিবান সেনা আহত হয়েছে।
রিপোর্ট অনুসারে, ২৫-৩০ আফগান হিন্দু এবং শিখ সকালের প্রার্থনার জন্য গুরুদ্বারে উপস্থিত ছিলেন এবং আক্রমণকারীরা সেখানে প্রবেশ করলে ১০-১৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকিরা ভেতরে আটকা পড়েন। তাদের মারা যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে। তবে সংখ্যা নিশ্চিত করা যায়নি। শিখ সম্প্রদায়ের নেতা গুরনাম সিং এএফপিকে বলেছেন, "গুরুদ্বার থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছি।"
বিস্ফোরণের খবর আসতেই ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "আমরা কাবুল শহরের একটি পবিত্র গুরুদ্বারে হামলার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং উন্নয়ন সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করছি।"
আরও পড়ুন, Swiss Bank: সুইস ব্যাঙ্কে বাড়ছে ভারতীয়দের টাকা; ১৪ বছরে সর্বোচ্চ আমানতের পরিমাণ