নিজস্ব প্রতিবেদন: ফের আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইসলামিক স্টেট (IS)। এবার সুইসাইড বোমের ছবি দিয়ে আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দিল জঙ্গি সংগঠনটি। সাফ জানাল, যুদ্ধ এখনও শেষ হয়নি। তারা এখনও অস্ত্র নামিয়ে রাখেনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেলিগ্রাম অ্য়াপে (Telegram App) তাদের একটি গোপন অ্য়াকাউন্টে এই হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক স্টেট (IS)। যেখানে স্পষ্ট ভাষায় জঙ্গি সংগঠনটি বলেছে, "আমেরিকা, তুমি অপেক্ষা করো। তুমি পরাজিত হবে। আমরা এখনও অস্ত্র ঢুকিয়ে রাখিনি। আমাদের প্রত্যয় দুর্বল হয়নি। আমরা হতাশ কিংবা, দুর্বল হইনি। আমাদের শক্তি কয়েকগুণ বেড়ে গিয়েছে। প্রতিদিন আমাদের শক্তি বেড়েছে। আমেরিকা তুমি দুর্বল হচ্ছো। আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছি।" এখানেই শেষ নয়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও (Barack Obama) সমালোচনা করেছে সংগঠনটি। 


আরও পড়ুন: Ashraf Ghani: দেশে ফিরছেন 'নির্বাসিত' প্রেসিডেন্ট আশরফ গনি? তালিবানি মন্ত্রিসভায় জায়গাও পাবেন নাকি?



আরও পড়ুন: Kabul Blast: কাবুল বিমানবন্দরের বাইরে বড়সড় বিস্ফোরণ, ISIS-K জঙ্গিদের রকেট হামলা!


তবে এই প্রথম নয়, এর আগেও টেলিগ্রামে (Telegram App) আমেরিকাকে (US) হুঁশিয়ারি দিয়েছিল IS। একই সঙ্গে তালিবানদেরও (Taliban) তোপ দেগেছিল জঙ্গি সংগঠনটি। তাদের বক্তব্য, 'আমেরিকার মাথা এবং তালেবানের মাথা এখন এক হয়ে গিয়েছে। তারা এক সঙ্গে আজ আমাদের সামনে মাথা নত করেছে।' জঙ্গি সংগঠনটি ভবিষ্যতে আরও হামলার হুঁশিয়ারিও দেয়।