ওয়েব ডেস্ক : রুশ বিমান হানায় নিহত হয়েছে ISIS প্রধান আবু বকর আল-বাগদাদি। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনই দাবি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মে-র শেষভাগে সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালায় সেনাবাহিনী। ISIS নেতৃত্ববৃন্দের এক গোপন আস্তানাকে টার্গেট করে এই হামলা চালানো হয়। ISIS নেতৃত্বের সঙ্গে বৈঠকে তখন সেখানে উপস্থিত ছিলেন বাগদাদি। বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্যপ্রমাণ বলছে, সেই হামলাতেই ISIS প্রধান বাগদাদির মৃত্যু হয়েছে।


আরও পড়ুন, কালো টাকার তথ্য নিয়ে এবার ভারতের সঙ্গে স্বয়ংক্রিয় লেনদেনে যাবে সুইজারল্যান্ড